ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা

গত কয়েকদিন ধরেই প্রকৃতিতে রাজত্ব করছে বৃষ্টি। ফলে গগণ চিরে থেকে থেমে এই বৃষ্টির দাপটের রেশ থাকছে দিনভর। এমনকি রাতেই মাঝে মাঝে অঝোরে বৃষ্টি ঝরছে। তবে আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।


এক পূর্বাভাসে শনিবার (৭ আগস্ট) থেকে বৃষ্টিপাত বাড়ার এই সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এছাড়া এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এমতাবস্থায় আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।


এ দিকে, শুক্রবার (৬ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে, ৭১ মিলিমিটার।

ads

Our Facebook Page